
নদীর তীরে দীর্ঘক্ষণ পার্ক করা ছিল গাড়িটি। তাই দেখে সন্দেহ হয় স্থানীয়দের। ঘটনাটি পুলিশকে জানান তারা।
পুলিশ এসে তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ। গাড়ির ভিতরে কণ্ঠশিল্পী বৈশালী বালসারার মৃতদেহ।



রোববার (২৮ আগস্ট) গুজরাটের ভালসাদ জেলার পারদি তালুকের পার নদীর তীরে ঘটনাটি ঘটেছে। বৈশালী প্রদেশটির একজন জনপ্রিয় গায়িকা।
এদিকে বৈশালীর স্বামী হিতেশ বালসারা ঘটনার আগের দিন শনিবার দিবাগত রাতে পুলিশকে জানান তার স্ত্রী পাওয়া যাচ্ছে না। সেইসঙ্গে থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।



সেসময় হিতেশ পুলিশকে আরও জানান, বৈশালী কারও থেকে টাকা আনতে যাচ্ছেন বলে বাসা থেকে বেরিয়েছিলেন। কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও ফিরছিলেন না তিনি।
এ ঘটনার একদিন পর স্ত্রীর মৃতদেহ দেখে স্তব্ধ তিনি।



বৈশালীর এই মৃত্যুসংবাদে শোকের ছায়া নেমে এসেছে তার সহকর্মীদের মাঝে। সেইসঙ্গে দানা বেঁধেছে সন্দেহ। কে হত্যা করল তাকে, কেন হত্যা করল– এই প্রশ্নের উত্তর খুঁজছেন সবাই।
নামকরা এই কণ্ঠশিল্পীর এমন পরিণতিতে নড়েচড়ে উঠেছে ভারতীয় প্রশাসন। এরইমধ্যে তদন্তে নেমেছে তারা। জানিয়েছে, খুব শিগগিরই জানা যাবে বৈশালীর মৃত্যুর রহস্য।