
সরকারি অনুদানে নির্মিত ‘হৃদিতা’ সিনেমার সদ্যপ্রকাশিত ট্রেলারে প্রদর্শিত পূজা চেরীর আপত্তিকর দৃশ্যটি বাদ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার প্রযোজনা প্রতিষ্ঠান এসআইএস মিডিয়ার ইউটিউব চ্যানেলে ‘হৃদিতা’র ট্রেলার প্রকাশ পায়।



সেখানে একটি দৃশ্যে বিবস্ত্র অবস্থায় দেখা যায় অভিনেত্রী পূজা চেরীকে। ক্যানভাসে তুলির আঁচড়ে পূজার ন”গ্ন শরীরের ছবি আঁকতে দেখা যায় তার প্রেমিক চরিত্রে রূপদানকারী এবিএম সুমনকে।
ক্যামেরায় বিবস্ত্র পূজা বেশ সাবলীলভাবে ধরা দিয়েছেন। কিন্তু এমন বেশে তাকে মেনে নিতে পারেননি নেটিজেনরা।



ফলস্বরূপ সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল সমালোচনা। ওঠে ছি! ছি! রব।

বিষয়টি তুলে ধরে একটি সংবাদ প্রকাশ করে ঢাকা মেইল। এরপর একাধিক সংবাদমাধ্যমে জায়গা করে নেন বিবস্ত্র পূজা।



সমালোচনা আরও তীব্রগতি ধারণ করে। ফলস্বরূপ তোপের মুখে ট্রেলার থেকে বাদ দেওয়া হয়েছে পুজার আপত্তিকর দৃশ্যটি।
জনপ্রিয় সাহিত্যিক আনিসুল হকের ‘হৃদিতা’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন ইস্পাহানি আরিফ জাহান। সিনেমাটি ২০১৯-২০ অর্থ বছরে বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় থেকে সরকারি অনুদান পেয়েছে। জানা গেছে, ৭ অক্টোবর মুক্তি পাবে এই ছবি।