
নাটোরের গুরুদাসপুরের নাজিরপুরে নিজ স্কুলের ছাত্রীকে অপহরণ ও ধ’র্ষ’ণে’র অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে ঢাকার গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতরাতে তাকে গাজীপুরের কালিয়াকৈর থানার তকিতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।



র্যাব জানায়, গত ১লা অক্টোবর নাটোরের গুরুদাসপুরের নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল গার্লস স্কুলের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রী ব্যবহারিক পরীক্ষা দিতে গেলে স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ তাকে অপহরণ করে রাজশাহীর একটি বাড়িতে নিয়ে উপর্যুপরি ধ’র্ষ’ণ করে।



পরে ছাত্রীর পরিবার পুলিশের সহায়তা নিলে ওই দিনই রাতে পুলিশ ছাত্রীকে উদ্ধার করলেও ফিরোজ কৌশলে পালিয়ে যায়।
পরে এ ঘটনায় থানায় অপহরণ ও ধ’র্ষ’ণে’র অভিযোগে ৩ জনকে আসামি করে গুরুদাসপুর থানায় মামলা করে।



এ ঘটনায় ফিরোজকে আটকের দাবিতে এলাকায় মানববন্ধনও করা হয়। এরপর থেকে ফিরোজ পলাতক ছিল। পরে গত রাতে তাকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ফরহাদ হোসেন জানান, তাকে ওই মামলায় গুরুদাসপুর থানা হেফাজতে প্রদান করা হবে।